কমেডি সিনেমা ‘ও তেরি’র আইটেম গানে এবার ‘হিপ-হপ’ স্টাইলে নাচবেন সালমান খান।
সিনেমাটি প্রযোজনা করেছেন সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী। এতে
অভিনয় করেছেন পুলকিত সম্রাট এবং সারাহ-জেইন ডিয়াজ। সিনেমার টাইটেল গান ‘ও
তেরি’তে নাচতে দেখা যাবে সালমান খানকে। সম্প্রতি ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে অতুল বলেন, “সালমান এতদিন খুবই ব্যস্ত ছিলেন, অবশেষে আমরা তার কাছ থেকে একটু সময় নিতে পেরেছি। ৫ মার্চ আমরা গানটির শুটিং করেছি সালমানের সঙ্গে। এটি একটি হিপ-হপ ধাঁচের গান হবে।”
সম্প্রতি মুম্বাইয়ের মেহেবুব স্টুডিওতে হয়েছে গানটির শুটিং।
‘ও তেরি’ পরিচালনা করেছেন উমেশ বিস্ট। এটি মুক্তি পাবে ৭ মার্চ।
বলিউডের ‘দাবাং খান’ হিসেবে পরিচিত সালমানের অভিষেক ঘটে ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় পার্শ্বচরিত্রে মাধ্যমে।
১৯৮৯ সালে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, যার মাধ্যমে চিত্রজগতে জনপ্রিয় হয়ে ওঠেন সালমান।
২৬ বছরের ক্যারিয়ারে একশ’রও বেশি সিনেমায় অভিনয় করেছেন সালমান। দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেতার একটি সিনেমা মুক্তি পেয়েছে এ বছর, যার নাম ‘জয় হো’।
মুক্তির অপেক্ষায় আছে অ্যাকশন ফিল্ম ‘কিক’। এই সিনেমায় সালমানের সঙ্গে দেখা যাবে শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকলিন ফারনান্ডেজকে।
‘কিক’ মুক্তি পাবে ২৭ জুলাই।