রণবীর, ক্যাটরিনা, ranobir, katrina
জি মিডিয়া ব্যুরোর খবর অনুযায়ী, নিজেদের মধ্যে মতামতের পার্থক্যের কারণে এবার সম্পর্কের ইতি টানতে হয়েছে ক্যাট-রণবীরকে।
অনেকেই ধারণা করছেন,রণবীরের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্যাট। কারণ আপাতত তিনি ক্যারিয়ার নিয়েই ভাবতে চান। তাদের প্রেমকাহিনির সমাপ্তির পেছনের কারণ এটাই।  
সম্প্রতি গুঞ্জন উঠেছিল,দূরত্ব দেখা দিয়েছে ক্যাট-রণবীরের সম্পর্কে। কিন্তু সঠিক কারণ কোনটি,তা পরিষ্কারভাবে জানা যায়নি।
স্পেনে ছুটি কাটানো থেকে শুরু করে ভারতে ও ভারতের বাইরে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। জনসম্মুখে স্বীকার না করলেও নিজেদের সম্পর্ককে ঠিকই নানাভাবে প্রকাশ করেছেন তারা।
তবে আসলেই কি ভাঙনের পথে হাঁটছেন ক্যাট-রণবীর? এখনও নিশ্চিত নয় কেউই। 
 
Top