শাকিলা জাফর, রফিকুল আলম, shakila jafar, rafiqul alam
‘গানে গানে দেশে দেশে’তে নামের একটি অনুষ্ঠানে একসাথে গাইবেন কণ্ঠশিল্পী শাকিলা জাফর ও রফিকুল আলম। বাংলা গানসহ পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতা সমৃদ্ধ গান নিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়েছে।

অনুষ্ঠানটি নিয়ে প্রযোজক নাহিদ আহমেদ বিপ্লব বলেন, ‘পৃথিবীর প্রায় দেশেরই গানের একটি স্বর্ণযুগ রয়েছে, যেমনটি রয়েছে আমাদের গানেও। এই সব নিয়েই এই অনুষ্ঠান। আশা করি, তাদের গান সবার ভালোলাগবে।’

সৈয়দ আব্দুল হাদী’র উপস্থাপনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে শুক্রবার রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে।
 
Top