দর্শকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাইন তরুণ উদীয়মান শিল্পীদের নিয়ে আয়োজন করেছে ‘ইয়ুথ এজ’ নামে এক গানের অনুষ্ঠান।
এতে গান করবেন নেসক্যাফে গেটস সেট রক প্রতিযোগিতার বিজয়ী শাওন এবং হাসিব।
এ বিষয়ে হাসিব বলেন, এ সিজনে আমরা বেশকিছু গান করবো। আর এটি তো তরুণদের জন্য অনুষ্ঠান। তারপরও আমরা সব ধরনের দর্শকের জন্য গান করবো। আশা করছি, আমাদের গান সবার পছন্দ হবে।
ইরফান মুহাম্মদ আল আমীনের পরিচালনায় এ অনুষ্ঠানটি শনিবার রাত ১০টায় প্রচার হবে।
এতে গান করবেন নেসক্যাফে গেটস সেট রক প্রতিযোগিতার বিজয়ী শাওন এবং হাসিব।
এ বিষয়ে হাসিব বলেন, এ সিজনে আমরা বেশকিছু গান করবো। আর এটি তো তরুণদের জন্য অনুষ্ঠান। তারপরও আমরা সব ধরনের দর্শকের জন্য গান করবো। আশা করছি, আমাদের গান সবার পছন্দ হবে।
ইরফান মুহাম্মদ আল আমীনের পরিচালনায় এ অনুষ্ঠানটি শনিবার রাত ১০টায় প্রচার হবে।