বিদ্যা, vidya balan, bidda balan
লুকিয়ে লুকিয়ে চিকিৎসকের দারস্থ হওয়া। একই সঙ্গে দুটি ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়ে লম্বা ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র সফর। আর তাতেই বলিউডে মেলতে শুরু করেছে গুজবের ডালপালা। বিদ্যা বালানকি মা হতে চলেছেন?সম্প্রতি সুজয় ঘোষের ‘দুর্গা রানি সিং’ ছবি থেকে বাদ পড়লেন বিদ্যা বালান। বিদ্যা বার বার অস্বীকার করলেও তার মা হতে যাওয়ার গুঞ্জন বলিউডে বাতাসে। সুজয় ঘোষের ছবি থেকে বাদ পড়ার পর থেকে এখন এই গুঞ্জনে লেগেছে জোর হাওয়া।

তবে সেটাই আলোচনার মূল বিষয় নয়। মূল বিষয়টি হচ্ছে ছবি থেকে বিদ্যার বাদ পড়া। ‘দুর্গা রানি সিং’ ছবিতে বিদ্যার বদলে বলিউডের ‘কুইন’ কঙ্গণা রানাউতকে নেয়া হয়েছে। সুজয় ঘোষের পরিচালনায় ‘কাহানি’ ছবিতে অভিনয় করে বাজিমাত করেছেন বিদ্যা। সেই সুযোগে সুজয়ও নতুন রূপে আসতে পেরেছেন লাইমলাইটে।

সুজয়-বিদ্যার এই যুগলবন্দী বলিউডে বেশ প্রশংসিতও হয়েছিল। তাই এই জুটির শুভাকাঙ্খিরা আশায় বুক বেঁধেছিলেন, ‘দুর্গা রানি সিং’ ছবির মাধ্যমেও নতুন কিছু করে দেখাবেন সুজয়-বিদ্যা। কিন্তু সেই আশায় গুড়ে বালি।

বিদ্যাকে বাদ দেয়ার সুজয়ের এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন অনেকে। গর্ভবতী হওয়াটাই কী বিদ্যার দোষ। আর বলিউডে কী গর্ভবতী হওয়া অভিনেত্রীদের কোনোই জায়গা নেই? এমন প্রশ্ন আবার নতুন করে সামনে এসেছে। ২০১১ সালে মধুর ভান্ডারকরের ছবি থেকে বাদ পড়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের নন্দিত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

এবার গর্ভবতী হওয়ার অপরাধের বলি হলেন বিদ্যা। বলিউডকেদেয়ার মতো কোনো সক্ষমতাই কী গর্ভবতী অভিনেত্রীদের নেই। তাই এমন প্রশ্ন স্বভাবতই ওঠে। কেন গর্ভবতী হলেই তাদের ছবি থেকে বাদ দেয়া হয়?

হেমা মালিনী বলেন, "আজকের দিনে গর্ভবতী হওয়াটাই কাজের জন্য বাধা স্বরূপ- এমনটা মানতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় নেই। তবে এ সময় কিছু সময়ের জন্য কাজ বন্ধ রাখা উচিত। এই সময়টা হওয়ার উচিত সর্বোচ্চ ছয় মাস। যদি ছবির শ্যুটিং শুরু হওয়ার আগেই কোনো অভিনেত্রী গর্ভবতী হন, তবে সেটা প্রযোজককে জানানো উচিত। যদি ছবির শ্যুটিং অন্য কোনো কারণে পিছিয়ে যায়, তাহলে তার জন্য অভিনেত্রীকে অপেক্ষা করে থাকতে হবে এটা ভুল ধারণা। এর জন্য ওই অভিনেত্রীকে দায়ী করা উচিত নয়।"

চলচ্চিত্র প্রযোজক রামেশ তুরানি এ সম্পর্কে বলেন, "অবশ্যই একজন অভিনেত্রী তার ব্যাক্তি জীবনকে গুরুত্ব দিতে পারেন। দিন শেষে একটা ছবি শুধু ছবিই। আমি মনে করি না, এটা বড় কোনো কিছু। যদি কোনো ছবির শ্যুটিং শুরু না হয় তাহলে আর্থিক ক্ষতির প্রশ্নই ওঠে না।"
 
Top