সালমান খান, salman khan
বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের জীবনে প্রেমীকার সংখ্যা যেন সিনেমার সংখ্যার মতই বাড়তে থাকছে। বরাবরই সঙ্গীতা বিজলানি, সোমি আলি থেকে ঐশ্বরিয়া, আর ক্যাটরিনার সাথে নাম জরালেও কখনো বিয়ে পর্যন্ত গড়ায় নি। তবে এর মাঝে মাঝে দেশিয় মেয়ে ছাড়াও বিদেশিনীর সাথে নাম জড়ালেও প্রেম, বিয়ে নিয়ে কখনই সোজাসাপটা কথা কখনই বলেননি সালমান।
কিছুদিন আগে করণের টক শো ‘কফি উইথ করণ’-এ এসেও বিয়ে, প্রেম নিয়ে নানা কথা ঘুরিয়ে দিয়েছিলেন। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন তার জীবন বদলাতে চলেছে খুব শীঘ্রই। জানালেন হয়তো এবছরের শেষের দিকে বিয়ে করতে যাচ্ছেন তিনি!
সালমান বলেন, “এখন একা থাকতে থাকতে একটু ক্লান্ত লাগে। তবে আমার জীবনে খুব তাড়াতাড়ি একটা ঘটনা ঘটতে চলেছে। আমার জীবনে নতুন কিছু আসতে চলেছে।”
সংবাদ সম্মেলনে দাবাং স্টাইলে এই তারকা বলে উঠলেন, “আমার বাবা পাঠান, মা হিন্দু, আরেক মা ক্যাথেলিক, ভাইয়ের বউ পাঞ্জাবি। আমি ভাবছি সূদূর থেকে কাউকে আনব। পরিবারে আনব বৈচিত্রের মধ্যে ঐক্য।”
সালমান খান, salman khan
তবে এই সুদূরে থাকা কন্যার নামটা জানাতে চাননি সালমান। তবে ঘনিষ্ঠ মহলে উসখুস এ মেয়ে আর কেউ নন, সালমানের পুরনো বিদেশি মডেল লুলিয়া ভানচারকেই ধারণা করা হচ্ছে। তবে আপাতত, পুরো ব্যাপারটাই গোপনে গোপনে, মনে মনেই রয়েছে সালমানের।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
 
Top