প্লাস্টিক সার্জারির মাধ্যমে আনুশকা শর্মা তার ঠোঁটের আকৃতি বদলে ফেলেছেন বলে গুজব ছড়িয়েছে টিনসেলে।
বলিউডি অভিনেত্রীদের মধ্যে প্লাস্টিক সার্জারি কোনো নতুন বিষয় নয়। অনেকেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে পরিবর্তন করেছেন নিজের আসল চেহারা। বর্তমানে সেই তালিকায় উঠে এসেছে অভিনেত্রী আনুশকা শর্মার নাম। গুঞ্জন শোনা যাচ্ছে ওই অভিনেত্রী ঠোঁটে অস্ত্রোপচার বা ‘লিপ জব’ করিয়েছেন।
জি মিডিয়া ব্যুরো জানায়, পরিচালক কারান জোহরের উপস্থাপনায় জনপ্রিয় সেলিব্রিটি টকশো ‘কফি উইথ কারান’-এর একটি পর্বে অতিথি হয়ে আসেন আনুশকা শর্মা। আর সেই সময় আনুশকার ঠোঁটের আকৃতির পরিবর্তন দৃষ্টিগোচর হয় দর্শকদের। তখন থেকেই তার প্লাস্টিক সার্জারির বিষয়ে গুঞ্জন শুরু হয়।
শোটিতে অনুস্কার ঠোঁটের পরিবর্তন সবারই চোখে লেগেছে। এর আগে ‘যব তাক হ্যায় জান’ সিনেমা মুক্তির সময়ও একবার আনুশকার প্লাস্টিক সার্জারির বিষয় আলোচনায় এসেছিল।
যদিও এই খবরকে মিথ্যা বলে দাবি করেছেন আনুশকা। তবে এ বিষয়ে খোলাসা করে কিছুই বলেননি ওই অভিনেত্রী।
জানা গেছে বেশ কয়েক ধাপে প্লাস্টিক সার্জারি করিয়েছেন আনুশকা। কারণ ‘বদমাশ কম্পানি’ থেকে ‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’ সিনেমায় তার মুখের পার্থক্য এবং এরপর বর্তমান আকার সকলেরই চোখে পড়েছে।
‘কফি উইথ কারান’-এ আনুশকার এই পরিবর্তন দেখে আশাহত হয়েছেন অনেক ভক্ত। আর এর প্রমাণ পাওয়া গেছে তাদের টুইটার পোস্টে। আনুশকার বর্তমান চেহারার চেয়ে আগের চেহারাই বেশি সুন্দর ছিল বলে মন্তব্য করেছেন অনেক ভক্ত।
আনুশকা শর্মা শাহরুখ খানের বিপরীতে ‘রব নে বানাদে জোড়ি’ সিনেমার মাধ্যমে বলিউডে তার ক্যারিয়ার শুরু করেন।