স্টাইল এবং গ্ল্যামারের জন্য বরাবরই বিখ্যাত হলিউড অভিনেত্রীরা। রেড কার্পেটে হাঁটা থেকে শুরু করে রেস্টুরেন্টে যাওয়া সব ক্ষেত্রেই তাদের সমান আকর্ষণীয় লাগে। হলিউডের এমন কয়েকজন তারকাদের নিয়ে আমাদের আজকের আয়োজন, যারা স্টাইল এবং গ্ল্যামারের দিক থেকে সবার চেয়ে এগিয়ে।

পেনেলোপ ক্রুজ

পেনেলোপ ক্রুজ, penolob cruz
পোশাক এবং স্টাইলের দিক থেকে বর্তমানে এগিয়ে আছেন পেনেলোপ ক্রুজ। রেড কার্পেট প্রোগ্রামে তিনি ‘ব্রোকেন এম্ব্রাসেস’ নামের একটি গাউন পড়েছিলেন। ইউকে প্রিমিয়ার থেকে কেনা সেই গাউনটিতে তাকে দারুণ লেগেছিল। সবধরনের পোশাকেই পেনেলোপ ক্রুজ মানানসই।

জেনিফার এনিস্টন

জেনিফার এনিস্টন, jenifer aniston
বাস্তবজীবনেও জেনিফার এনিস্টন একজন ফ্যাশন আইকন। রেড কার্পেট প্রোগ্রাম কিংবা সাধারণ প্রোগ্রাম সবখানেই তার পোশাক নির্বাচন নিখুঁত। গলাবদ্ধ পোশাকে তাকে দারুণ স্মার্ট এবং আবেদনময় লাগে। জিন্স এবং জ্যাকেট থেকে শুরু করে গহনায়ও তাকে সাবলীল সুন্দর ও গ্ল্যামারাস দেখায়।

ফ্রিদা পিন্টো

ফ্রিদা পিন্টো, fida pinto
ভারতীয় অভিনেত্রী ফ্রিদা পিন্টো তার ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিটি লাইমলাইটে আসার পর স্টাইলিশ তারকাদের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন। গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড পার্টিতে তার মার্জিত এন্টোনিয়ো বেরারডি স্প্রিং ২০১৩ পোশাকটি অন্য অনেকের পোশাক নির্বাচনের চেয়ে দারুণ ছিল। এর আগেও তিনি তার স্টাইল দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। কে বলে উঁচু হিল ছাড়া স্টাইল করা যায়না? এই স্টাইলিশ তারকা সবসময় ফ্ল্যাট জুতো পড়েন।

সাল্ডানা

সাল্ডানা, jeo salanda
‘এভাটার’ ছবিতে অভিনয় করে সবার মনোযোগ আকর্ষণ করেছেন জো সাল্ডানা। অত্যাশ্চর্য ফিগারের জন্য অনেক প্রশংসাও কুড়িয়েছেন তিনি। তিনি নিজেকে জিন্সগার্ল বলে দাবি করলেও ছোট পোশাক থেকে শুরু করে পারিপাট্য গাউন, মেক্সি, কোট এসব পোশাকে তাকে আর যাই হোক একঘেয়ে লাগেনা। পেন্সিল স্কার্ট জো সাল্ডানা’র পছন্দের পোশাক।

এমা ওয়াটসন

এমা ওয়াটসন, ema watson
২০০৯ সালে ক্যারি মালিগান চুলের পিক্সি কাট প্রবর্তন করলেও এই হেয়ারস্টাইলকে বিখ্যাত করেছেন এমা ওয়াটসন। পিক্সি কাট ব্যবহারের পর থেকে তিনি আগের চেয়ে আরও বেশি স্টাইলিস্ট এবং গ্ল্যামারাস হয়ে উঠেছেন। গাউন, কোট সব পোশাকেই তাকে সমান আকর্ষণীয় লাগে।
 
Top