Hridi Haque, হৃদি হক, litu anam
অভিনয়শিল্পী হৃদি হক। হৃদি হক অভিনয়ের পাশাপাশি নাটক লেখা এবং পরিচালনার সঙ্গেও জড়িত। অভিনেত্রী পরিচিতির বাইরে নাট্যকার হিসেবেও সফলতার পরিচয় দিয়েছেন তিনি।


জন্ম
২৯ জুলাই তারিখে এই তারকা জন্মগ্রহন করেন।
 
পরিবার
হৃদি হক অভিনয়শিল্পী লিটু আনামের স্ত্রী। লিটু আনাম দীর্ঘদিন অভিনয় করছেন। যমজ সন্তানের জন্ম দিয়েছেন হৃদি। একটি ছেলে ও একটি মেয়ে। ছেলের নাম রেখেছেন হিং আর মেয়ের নাম টিং। হৃদির বাবা ইনামুল হক ও মা লাকি ইনাম বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব।
 
Hridi Haque, হৃদি হক
কর্মজীবন
মেগাসিরিয়াল আমাদের আনন্দবাড়ি লিখে ব্যাপক প্রশংসা পেয়েছেন। তার পরিচালিত টেলিফিল্মের নাম রাজকন্যা। তার পরিচালিত ধারাবাহিক নাটকের নাম 'ইকারুসের ডানা'। নাট্যকার পরিচয়ের বাইরে মিডিয়া ভুবন অনুষ্ঠানটি উপস্থাপনা করে উপস্থাপিকা হিসেবেও আলাদা একটা গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। উপস্থাপনা ছাড়াও মঞ্চের কাজে বেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এছাড়া ‘টিকেট’ নামে একটি প্রযোজনা সংস্থার পরিচালক তিনি।
 
Top