জাহিদ হাসান, jahid hasan, zahid hasan
প্রত্যন্ত গ্রাম অঞ্চলের খুব সাধারণ মানুষ এই নজির আলি। অভিরামপুর গ্রামের বি এ পাস সহজ-সরল নজর আলী একের পর এক লজিং থেকে বিতাড়িত হয়ে গ্রামে ফিরে আসে। কি করবে এই নজির আলি কোথায় যাবে? কি করবে এই সহজ সরল মানুষটা।
‘নজির বিহীন নজর আলী’ নাটকে নজর আলীর অতি সাধারণ জীবনের অসাধারণ সব গল্প বর্ণিত হয়েছে। বুধবার থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘নজির বিহীন নজর আলী’। এ নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান। এটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম।
নাটকে আরো অভিনয় করেছেন অহনা, সিদ্দিকুর রহমান, খালেদা আক্তার কল্পনা, ফারুক আহমেদ, মারজুক রাসেল, আ.খ.ম হাসান, কুসুম শিকদার, আব্দুল কাদের, রিফাত চৌধুরী, সনজিব, দিলু, তমাল, তারিক স্বপন, দিহান, ওয়াহিদা মল্লিক জলি, মুনিরা মিঠু, শবনম পারভীন, এ্যানি, শামিমা নাজনীন প্রমুখ।
উল্লেখ্য, ১৬ এপ্রিল হতে প্রতি বুধ থেকে শনিবার রাত ৯ টা ৫০ মিনিটে নাটকটি প্রচার হবে।
 
Top