টিভি পর্দার জনপ্রিয়মুখ। একেরপর এক নাটক এবং বিজ্ঞাপন উপহার দিয়ে আসছেন এই
তারকা। তবে দুঃখজনক হলেও সত্যি যে খুব একাকী আছেন এই অভিনেত্রী।
বাবা মাকে নিয়ে তন্দ্রা নামের মেয়েটির সুখেরই সংসার ছিলো। কিন্তু এক সময় তার বাবা মা আলাদা হয়ে যান। তন্দ্রা তার বাবার সাথেই থাকেন। কিন্তু বাবা একসময় আরেকটি বিয়ে করেন। একা হয়ে পড়ে তন্দ্রা।
যারফলে কাঁটাযুক্ত বৃক্ষ ক্যাকটাসের মতো একধরনের জীবন শুরু হয় তন্দ্রার। একসময় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ভদ্র ছেলে সৈকতের সঙ্গে পরিচয় হয় তন্দ্রার। এগিয়ে যায় নাটকের গল্প। এই গল্পেরই নাটক ‘ক্যাকটাস’-এ তন্দ্রা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ইশানা।
এরইমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইশানা বললেন , "প্রতিনিয়তই অনেক নাটকে কাজ করতে হয়। খুব বেশি চ্যালেঞ্জিং চরিত্র পাইনা। কিন্তু ক্যাকটাস নাটকের গল্প এবং আমার চরিত্রটি সত্যিই অনেক ভালোলাগার জন্ম দিয়েছে আমার মধ্যে। আমি অনেক আগ্রহ নিয়ে কাজটি করেছি। আশা করি দর্শকের ভালোলাগবে।"
খুব শীঘ্রই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। ক্যাকটাস নাটকে ইশানার বিপরীতে সৈকত চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।‘ক্যাকটাস ’ নাটকটি ছাড়াও ইশানা
ইতোমধ্যেই আরো শেষ করেছেন ‘আকাশনীলা’, ‘ভালোবেসে যেও’,‘নিজ গৃহে পরবাসী’, ‘তৈল ও জলীয় সমাচার’, ‘নির্বাক ভালোবাসা’ ইত্যাদি খন্ড নাটকে অভিনয় করেছেন।
বাবা মাকে নিয়ে তন্দ্রা নামের মেয়েটির সুখেরই সংসার ছিলো। কিন্তু এক সময় তার বাবা মা আলাদা হয়ে যান। তন্দ্রা তার বাবার সাথেই থাকেন। কিন্তু বাবা একসময় আরেকটি বিয়ে করেন। একা হয়ে পড়ে তন্দ্রা।
যারফলে কাঁটাযুক্ত বৃক্ষ ক্যাকটাসের মতো একধরনের জীবন শুরু হয় তন্দ্রার। একসময় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ভদ্র ছেলে সৈকতের সঙ্গে পরিচয় হয় তন্দ্রার। এগিয়ে যায় নাটকের গল্প। এই গল্পেরই নাটক ‘ক্যাকটাস’-এ তন্দ্রা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ইশানা।
এরইমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইশানা বললেন , "প্রতিনিয়তই অনেক নাটকে কাজ করতে হয়। খুব বেশি চ্যালেঞ্জিং চরিত্র পাইনা। কিন্তু ক্যাকটাস নাটকের গল্প এবং আমার চরিত্রটি সত্যিই অনেক ভালোলাগার জন্ম দিয়েছে আমার মধ্যে। আমি অনেক আগ্রহ নিয়ে কাজটি করেছি। আশা করি দর্শকের ভালোলাগবে।"
খুব শীঘ্রই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। ক্যাকটাস নাটকে ইশানার বিপরীতে সৈকত চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।‘ক্যাকটাস ’ নাটকটি ছাড়াও ইশানা
ইতোমধ্যেই আরো শেষ করেছেন ‘আকাশনীলা’, ‘ভালোবেসে যেও’,‘নিজ গৃহে পরবাসী’, ‘তৈল ও জলীয় সমাচার’, ‘নির্বাক ভালোবাসা’ ইত্যাদি খন্ড নাটকে অভিনয় করেছেন।