এক সময়ের অনেক নাম করা অভিনেত্রী হলেন আফসানা মিমি। তিনি একই সাথে টেলিভিশনে এবং সিনেমায় অভিনয় করেছেন। তবে মাঝে মাঝে তাকে মডেল হিসেবেও দেখা যায় টেলিভিশনের পর্দায়।

জন্মঃ আফসানা মিমি জন্মগ্রহন করেছেন ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর তারিখে।

ব্যক্তিগত জীবনঃ আফসানা মিমি তৎকালীন সময়ের একজন প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা গাজী রাকায়েত (প্রোকৌশলী, বাংলাদেশ প্রোকৌশল বিশ্ববিদ্যালয়) –এর সাথে বিয়ে করেন। কিন্তু বেশি দিন তার সাথে সংসার করা হয়নি মিমির। পরবর্তীতে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
কর্ম জীবন
মিমি অনেক অম সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন। তবে বাংলাদেশে তিনি খ্যাত প্রধানত টেলিভিশন শিল্পী হিসেবে।তার কর্মজীবন শুরু করেছেন ১৯৯০ সালে। তার প্রথম অভিনীত নাটক হল “কোথাও কেউ নেই”। “মনের কথা” নামক একটি বাংলা টিভি অনুষ্ঠানে তিনি উপস্থাপনা করেন। পরিচালক হিসেবেও আফসানা মিমি কিছুদিন কাজ করেছেন।২০১১ সালে তিনি মোঃ জাফর ইকবাল রচিত একটি বাংলা সিনেমা পরিচালনা করেছেন।

আফসানা মিমি অভিনীত সিনেমাঃ
১। মধুমতি একটি নদীর নাম (১৯৯৪)
২। চিত্রা নদীর শান্ত ধারা (১৯৯৯)

আফসানা মিমি অভিনীত নাটকঃ
১। ডল’স হাউজ (২০০৭-২০০৯)
২। কাছের মানুষ (২০০৬)
৩। কথাও কেউ নাই (১৯৯০)
৪। মনের কথা
৫। বন্ধন
 
Top