কণা, kona
যে কোনো ধরনের গেমস খেলতে পছন্দ করেন কণ্ঠশিল্পী কণা। আর সে কারণেই তিনি তার কম্পিউটার ও মোবাইলফোনে প্রচুর গেমস রেখেছেন। সময় পেলেই গেমস খেলতে বসে পড়েন তিনি। এ জন্য অবশ্য এখনো কণাকে তার মায়ের বকুনি খেতে হয়।
এ প্রসঙ্গে কণা বলেন, "আমি গেমস খেলতে দারুণ পছন্দ করি। আমার মোবাইলফোনটিও হাই রেজুলেশনের গেমস খেলার উপযোগী। মোবাইলফোনে অনেক গেমস রেখেছি। অনুষ্ঠানের ফাঁকে কিংবা অবসরের সময় গেমস খেলে থাকি।"
এছাড়া অবসর সময় প্রসঙ্গে তিনি বলেন, "আর বাসায় থাকলে কম্পিউটারে গেমস খেলি। গেমস খেলতে বসলে আমার খাওয়া-দাওয়া কিংবা ঘুমাতে যাওয়ার কোনো হুশ থাকে না। তাই গেমস খেলতে দেখলেই মা রেগে যান। এ জন্য প্রতিনিয়ত মায়ের বকুনিও খেতে হচ্ছে।"
এদিকে, বর্তমানে টিভি অনুষ্ঠান ও স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন কণা। তবে আপতত দেশের ভেতরেই কনসার্ট করছেন তিনি। শীতের কারণে বিদেশের কনসার্ট থেকে আপতত কিছুটা বিরতি নিয়েছেন।
কণা বলেন, "আমি ঠাণ্ডা সহ্য করতে পারি না। আর এখন দেশের চেয়ে বিদেশে আরো বেশি ঠাণ্ডা পড়েছে। মূলত শীতের ভয়েই দেশের বাইরে কনসার্ট করছি না। এ কারণে অনেকগুলো শোয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি।"
অন্যদিকে, চলতি বছরেই কণা তার চতুর্থ একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি এর কাজ শুরু করে দিয়েছেন। আধুনিক মেলডিবেজ গান দিয়ে সাজানো হচ্ছে নতুন অ্যালবামটি।
উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালে প্রকাশিত হয় কণার তৃতীয় একক অ্যালবাম 'সিম্পলি কণা'। পরের বছর বিগ বাজেটে নির্মাণ করা হয় মিউজিক ভিডিও 'সিম্পলি কণা- দ্য মিউজিক ভিডিও অ্যালবাম'।
 
Top