হানিফ সংকেত বাংলাদেশের বিনোদন জগতের এক
পুরোধা ব্যক্তিত্ব। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি
বাংলাদেশের জনগনকে তার নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদির’
মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। তিনি একজন সফল নাট্য নির্মাতাও বটে।
জন্ম ও পারিবারিক জীবন
পুরো নাম এ কে এম হানিফ সংকেত। তিনি ১৯৫৭ সালে বরিশাল জেলায় মাতুলায়ে জন্মগ্রহণ করেন। তিনি দুই সন্তানের জনক।
যেভাবে ক্যারিয়ার শুরু
১৯৮০ সালে তিনি প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন
অনুষ্ঠানের মাধ্যমে প্রথম খ্যাতি লাভ করেন। পরবর্তিতে ‘ইত্যাদি’ নামক
ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে দর্শক হৃদয়ে চির স্থান করে নেন। তবে তিনি
কেবল হাস্যরস কে তুলে ধরেন না। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতি এর বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার কার্যক্রম চলে।
উল্লেখযোগ্য নাটক
হানিফ সংকেত বেশ কয়েকটি নাটক রচনা ও পরিচালনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য
নাটকগুলো হলো: পুত্র দায়, শোধ-বোধ, ফিরে ফিরে আসা আসা, শেষে এসে অবশেষে,
বিপরীত হিত।
পুরস্কার ও সম্মাননা
হানিফ সংকেত ২০১০ সালে একুশে পদক লাভ করেন।