বাংলাদেশের
গ্রামীণ জীবনে কৃষি একটি গুরুত্বপূর্ণ পেশা। এই পেশার মাধ্যমেই মূলত
পরিচালিত হয় গ্রামীণ অর্থনীতি। গ্রামে জীবিকা নির্বাহের জন্য অনেক কৃষক গুড়
উৎপাদন ও বাজারজাত করে থাকেন। গুড় চাষীদের জীবন নিয়ে এটিএন বাংলায়
আগামীকাল রাত ১১টায় প্রচার হবে প্যারাসুট নিবেদিত বিশেষ টেলিফিল্ম ‘গুড়’।
তরিকত ইসলাম ওরফে ঝন্টু যোগীর রচনা ও পরিচালনায় টেলিফিল্মে অপূর্বকে গুড় চাষী হিসেবে দেখা যাবে। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন চাঁদনী, জয়া রায়, জয়ন্ত চট্র্পোাধ্যায়, লাক্স ফটো সুন্দরী রিনি, লামিয়া, মিথিলা, বিলু, হাসনা প্রমুখ।
ঝিনাইদহ ও কুষ্টিয়ার গুড় চাষীদের সুখ-দুঃখের জীবন যাপন নিয়ে এই টেলিফিল্মটির কাহিনী আবর্তিত হয়েছে ।
তরিকত ইসলাম ওরফে ঝন্টু যোগীর রচনা ও পরিচালনায় টেলিফিল্মে অপূর্বকে গুড় চাষী হিসেবে দেখা যাবে। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন চাঁদনী, জয়া রায়, জয়ন্ত চট্র্পোাধ্যায়, লাক্স ফটো সুন্দরী রিনি, লামিয়া, মিথিলা, বিলু, হাসনা প্রমুখ।
ঝিনাইদহ ও কুষ্টিয়ার গুড় চাষীদের সুখ-দুঃখের জীবন যাপন নিয়ে এই টেলিফিল্মটির কাহিনী আবর্তিত হয়েছে ।