গরমকালটা এসেই গেল দেখতে দেখতে। বাইরের কড়া রোদ এবং গরম হাওয়া বয়ে যাওয়া সবই গরমের
আভাস প্রকাশ করতে শুরু করেছে। গরম থেকে বাঁচতে অনেকে ঘর থেকে বের হওয়া
কমিয়ে দিয়েছেন। অনেকে রোদের হাত থেকে বাঁচতে ব্যবহার করেন ছাতা, ক্যাপ,
স্কার্ফ ইত্যাদি।
কিন্তু এই গরমে সব চাইতে বিপদ হয় মেকআপ নিয়ে। ছাতা, ক্যাপ, স্কার্ফ, সানস্ক্রিন এইসব জিনিস দিয়ে ত্বককে রোদের হাত থেকে বাঁচানো সম্ভব হলেও মেকআপ বেশীক্ষণ ত্বকে ধরে রাখা যায় না এই গরমে। তাই অনেকে এই সময়ে মেকআপ থেকে দূরেই থাকেন। কিন্তু কোনো অনুষ্ঠান বা উৎসব পালনে হালকা পাতলা মেকআপ না করলে তো আর চলে না। তাই আমাদের জানতে হবে কিভাবে এই গরমেও মেকআপ বহুক্ষণ ত্বকে ধরে রাখা সম্ভব সে পদ্ধতি। চলুন তবে দেখে নেয়া যাক এই গরমে মেকআপ ঠিক রাখার ৪ টি জরুরী টিপস।
কিন্তু এই গরমে সব চাইতে বিপদ হয় মেকআপ নিয়ে। ছাতা, ক্যাপ, স্কার্ফ, সানস্ক্রিন এইসব জিনিস দিয়ে ত্বককে রোদের হাত থেকে বাঁচানো সম্ভব হলেও মেকআপ বেশীক্ষণ ত্বকে ধরে রাখা যায় না এই গরমে। তাই অনেকে এই সময়ে মেকআপ থেকে দূরেই থাকেন। কিন্তু কোনো অনুষ্ঠান বা উৎসব পালনে হালকা পাতলা মেকআপ না করলে তো আর চলে না। তাই আমাদের জানতে হবে কিভাবে এই গরমেও মেকআপ বহুক্ষণ ত্বকে ধরে রাখা সম্ভব সে পদ্ধতি। চলুন তবে দেখে নেয়া যাক এই গরমে মেকআপ ঠিক রাখার ৪ টি জরুরী টিপস।