গরমকালটা এসেই গেল দেখতে দেখতে। বাইরের কড়া রোদ এবং গরম হাওয়া বয়ে যাওয়া সবই গরমের আভাস প্রকাশ করতে শুরু করেছে। গরম থেকে বাঁচতে অনেকে ঘর থেকে বের হওয়া কমিয়ে দিয়েছেন। অনেকে রোদের হাত থেকে বাঁচতে ব্যবহার করেন ছাতা, ক্যাপ, স্কার্ফ ইত্যাদি।
কিন্তু এই গরমে সব চাইতে বিপদ হয় মেকআপ নিয়ে। ছাতা, ক্যাপ, স্কার্ফ, সানস্ক্রিন এইসব জিনিস দিয়ে ত্বককে রোদের হাত থেকে বাঁচানো সম্ভব হলেও মেকআপ বেশীক্ষণ ত্বকে ধরে রাখা যায় না এই গরমে। তাই অনেকে এই সময়ে মেকআপ থেকে দূরেই থাকেন। কিন্তু কোনো অনুষ্ঠান বা উৎসব পালনে হালকা পাতলা মেকআপ না করলে তো আর চলে না। তাই আমাদের জানতে হবে কিভাবে এই গরমেও মেকআপ বহুক্ষণ ত্বকে ধরে রাখা সম্ভব সে পদ্ধতি। চলুন তবে দেখে নেয়া যাক এই গরমে মেকআপ ঠিক রাখার ৪ টি জরুরী টিপস।

টিপস-১

মেকআপ করার আগে মুখে বরফ ঘষে নেবেন। মেকআপ শুরু করার ঠিক ১০ মিনিট আগে ত্বক ভালোমতো পরিষ্কার করে নিয়ে একটি পরিষ্কার পাতলা কাপড়ে বরফ পেঁচিয়ে নিয়ে যে যে স্থানে মেকআপ করবেন ত্বকের সেসব স্থানে পুরো ১০ মিনিট ধরে বরফ ঘষে নেবেন। বরফ ঘষা শেষ হলে ত্বক মুছে নিয়ে মেকআপ করুন। এতে মেকআপ বহুক্ষণ ঠিক থাকবে।

টিপস-২

ফাউন্ডেশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। ফাউন্ডেশন বাদ দিয়ে শুধুমাত্র কনসিলার ব্যবহার করে মেকআপ করুন। কারণ বেশীরভাগ সময় খুব দ্রুত ফাউন্ডেশন গরমে গলতে শুরু করে মেকআপ নষ্ট করে ফেলে। যদি নিতান্তই ফাউন্ডেশন ব্যবহার করতে হয় তবে হালকা ধরণের এবং পাউডার ফাউন্ডেশন ব্যবহার করাই ভালো।

টিপস-৩

সকল প্রসাধনী ওয়াটারপ্রুফ ব্যবহার করুন। গরমের সময় মেকআপের জিনিসপত্র কেনার সময় অবশ্যই ভালো করে দেখে কিনবেন। ওয়াটারপ্রুফ মেকআপ প্রসাধনী গরমের জন্য উপযোগী। গরমে ঘেমে গেলে আমাদের রোমকূপের গোড়া থেকে ঘাম ও তেল বের হয় তা মেকআপ নষ্ট করে দেয়। কিন্তু মেকআপের প্রসাধনী ওয়াটারপ্রুফ হলে বহুক্ষণ ঘাম বা তেল তা নষ্ট করতে পারে না। তাই এই ব্যাপারে সতর্ক থাকুন।

টিপস-৪

অনেকেই আছেন যারা টিস্যু বা ওয়েট টিস্যু সাথে রাখেন মেকআপ ঠিক রাখার জন্য। ভুলেও এই কাজটি করতে যাবেন না। কারণ টিস্যুর কাজ হলো মুছে ফেলা। আপনি টিস্যু দিয়ে মেকআপ ঠিক করতে গেলে উল্টো তা আরও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। টিস্যুর পরিবর্তে ব্যাগে রাখুন মেকআপের স্পঞ্জ বা ব্লটিং পেপার। মেকআপ ঠিক রাখার জন্য খানিকক্ষণ পরপর মেকআপের স্পঞ্জ দিয়েই ঠিক করে নিতে পারেন। কিংবা ব্লটিং পেপার ত্বকে বুলিয়ে ঘামটুকু মুছে ফেলতে পারেন। এতে করে মেকআপ বহুক্ষণ ত্বকে থাকবে।
 
Top