খুব সম্প্রতি মুক্তি প্রাপ্ত
‘কুইন’ ছবিটিতে অসামান্য অভিনয় প্রতিভা প্রকাশের কারণে ব্যাপক প্রশংসার
অধিকারী বলিউডের রূপসী নায়িকা কঙ্গনা রানাউত আজ ২৭ বছর বয়সে পা দিলেন।
আজকের এই জনপ্রিয়তার শীর্ষে কিন্তু তিনি একদিনে আসেননি, পেরোতে হয়েছে
অনেকটা কঠিন পথ। সেই উপলক্ষে প্রিয়.কম আপনাদের জন্য নিয়ে এলো বলিউডের এই
ব্যতিক্রমধর্মী অভিনেত্রী সম্পর্কে অজানা তথ্য নিয়ে যা আপনি জানেন না।
- কঙ্গনা রানাউতের বাবা একজন ব্যবসায়ী এবং মা স্কুল শিক্ষিকা। পরিবারে কঙ্গনাই একমাত্র সন্তান নন তার বড় এক বোন রঙ্গলী এবং ছোট ভাই আকশিত রয়েছে।
- কঙ্গনার জন্ম ১৯৮৭ সালের ২৩ মার্চ সিমলাতে হলেও পরে তার পুরো পরিবার ভারতের চণ্ডীগড়ের স্থায়ীভাবে বসবাস শুরু করে।
- চণ্ডীগড়ের ডিএভি মডেল স্কুল সেক্টর ১৫ থেকে হাই স্কুল পাশ করেই পা বারান দিল্লির দিকে মডেল হবার স্বপ্ন নিয়ে।
- ২০০৩ সালে এলিট মডেলিং এজেন্সিতে মডেলিংয়ে প্রশিক্ষণ নিতে ভর্তি হন। অনেক আশা নিয়ে এই প্রতিষ্ঠানটিতে ভর্তি হলেও কোনো রূপ ফল না পেয়ে বেশ হতাশায় ভুগতে থাকেন।
- পরে অস্মিতা থিয়েটার গ্রুপে নাম লেখান এরপর কেটে যায় ১ বছর তারপর পাননি কোন চলচ্চিত্রের ডাক। পরে দিল্লি থেকে সে বছরই মুম্বাইতে চলে যান এই অভিনেত্রী।
- ২০০৪ সাল নিজ থেকে চেষ্টা করতে থাকেন একটি ব্রেকের আশায়। তবে থেমে থাকেন নি তিনি নিজেকে ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো যোগ্য করতে ভর্তি হয়ে যান আশা চন্দ্র অ্যাক্টিং স্কুলে। তবে এরপরও কেটে যায় ২ বছর কোন ধরণের কাজ ছাড়াই।
- হতাশার মধ্য দিয়েও ২০০৬ সালে এই নায়িকা পান জীবনের প্রথম ব্রেক। অনুরাগ বাসু পরিচালিত ‘গ্যাংস্টার’ ছবিটিতে কাজ করার প্রস্তাব পেয়ে যান।
- রূপালি পর্দায় প্রবেশের জন্য এত কাঠখড় পেরনো বর্তমানের জনপ্রিয় এই নায়িকা একজন চিকিৎসক হতে চেয়েছিলেন।
- বলিউডের ম্যাগাজিন বলিস্পাইসের সেরা দশ সুন্দরীর তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন।
- এই তারকার প্রেমিকদের তালিকায় রয়েছে এমন কিছু নাম যা আপনাকে চমকে দিবে। তার প্রেমিকের তালিকায় রয়েছে সুরোজ পাঞ্চলি, অজয় দেবগনের মতো বিবাহিত তারকারা।