আলিয়া ভাট, alia vaat
ফেসবুক জ্বরে পুরো দুনিয়া আক্রান্ত। তিন এইজার থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকেরই রয়েছে ফেসবুক একাউন্ট। আর সে দিক থেকে তো তারকারা বাদ পরাই মুশকিল। কারণ সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি একাউন্ট না থাকলে তো ভক্তদের সাথে যোগাযোগই অসম্ভব হয়ে পরে।
এবার অবাক করা বিষয় হল বলিউডের বর্তমান প্রজন্মের তারকা আলিয়া ভাটের ফেসবুক একাউন্ট নেই। কিন্তু ফেসবুকে বলিউডের তরুণ জনপ্রিয় অভিনয়শিল্পী আলিয়া ভাটের লাখ লাখ অনুসারী রয়েছে। এসব পেজে নিয়মিতই আলিয়া সম্পর্কে আপডেট ছবি ও তথ্য প্রকাশ করা হয়।
তবে ফেসবুকে নিজের কোনো পেজ নেই বলে দাবি করেছেন ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ খ্যাত এই তারকা। সম্প্রতি দেয়া এক টুইটার বার্তায় এ দাবি করেন আলিয়া।
২২ মার্চ ১২টা ৫২ মিনিটে দেয়া ওই টুইটার বার্তায় আলিয়া বলেন, “আমার ফেসবুক পেজ নেই। যেসব পেজ আছে তার সবই ভুয়া। দয়া করে এই পেজগুলো অনুসরণ করবেন না।” সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
Top