ওলভারিন, ovarline
কমিক ভক্তদের জন্য সুখবর হলো আবারো রুপালি পর্দায় ফিরছেন জনপ্রিয় চরিত্র ‘ওলভারিন’। জানা গেছে খুব শীঘ্রই ‘ওলভারিন’ সিরিজের তৃতীয় সিনেমার নির্মাণ কাজ শুরু হবে।
সিনেমাটির মুক্তির তারিখও নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৭ সালের ৩ মার্চ মুক্তি পাবে ‘ওলভারিন’ সিরিজের তৃতীয় সিনেমাটি।
‘ওলভারিন’র আগের দুটি সিরিজের মতো তৃতীয় সিনেমাটিতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান।
গত বছরের ২৪ জুলাই ‘ওলভারিন’ সিরিজের দ্বিতীয় সিনেমাটি মুক্তি পায়। সারাবিশ্বে ৪১৪.৮ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটি। ‘ওলভারিন’ সিরিজের প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০০৯ সালের ২৯ এপ্রিল।
 
Top