চিত্রনায়িকা মৌসুমী দুই দশক ধরে মিডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। অন্যদিকে, দীর্ঘদিন ধরে ছোটপর্দায় কাজ করছেন মৌটুসী বিশ্বাস। পূর্ব পরিচয় থাকলেও আগে কখনো তারা একসঙ্গে কাজ করেননি। তবে এবার একটি রিয়েলিটি শোয়ে মুখোমুখি হয়েছেন দুইজন।
চ্যানেল টুয়েন্টি ফোরে প্রচারিত 'আরএফএল হোম মেকার অফ দ্য ইয়ার' শিরোনামের এ রিয়েলিটি শোয়ে মৌসুমী বিচারকের দায়িত্ব পালন করছেন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌটুসী বিশ্বাস।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, 'এর আগেও বিচারক হিসেবে কাজ করেছি। তবে এবারে অনুষ্ঠানের ধরনটা একটু অন্যরকম। এতে মৌটুসীর বুদ্ধিদীপ্ত উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে।'
মৌটুসী বলেন, 'মৌসুমী আপু খুবই হেল্পফুল। এ অনুষ্ঠানের মাধ্যমে তার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারছি। তাকে এ অনুষ্ঠানে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে।'
মৌসুমী বর্তমানে মোস্তফা কামাল রাজের 'তারকাঁটা' ছবির শুটিং করছেন। খুব শিগগিরই শিমুলের পরিচালনায় 'লিডার' ছবির শুটিং শুরু করবেন তিনি। অন্যদিকে, মৌটুসী বিশ্বাস গতকাল থেকে আবার আফসানা মিমির একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন। এছাড়া তার অভিনীত 'ভালোবাসার চতুষ্কোণ' (এনটিভি) ও 'চলিতেছে সার্কাস' শিরোনামের ধারাবাহিক দুটি প্রচার হচ্ছে।
চ্যানেল টুয়েন্টি ফোরে প্রচারিত 'আরএফএল হোম মেকার অফ দ্য ইয়ার' শিরোনামের এ রিয়েলিটি শোয়ে মৌসুমী বিচারকের দায়িত্ব পালন করছেন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌটুসী বিশ্বাস।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, 'এর আগেও বিচারক হিসেবে কাজ করেছি। তবে এবারে অনুষ্ঠানের ধরনটা একটু অন্যরকম। এতে মৌটুসীর বুদ্ধিদীপ্ত উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে।'
মৌটুসী বলেন, 'মৌসুমী আপু খুবই হেল্পফুল। এ অনুষ্ঠানের মাধ্যমে তার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারছি। তাকে এ অনুষ্ঠানে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে।'
মৌসুমী বর্তমানে মোস্তফা কামাল রাজের 'তারকাঁটা' ছবির শুটিং করছেন। খুব শিগগিরই শিমুলের পরিচালনায় 'লিডার' ছবির শুটিং শুরু করবেন তিনি। অন্যদিকে, মৌটুসী বিশ্বাস গতকাল থেকে আবার আফসানা মিমির একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন। এছাড়া তার অভিনীত 'ভালোবাসার চতুষ্কোণ' (এনটিভি) ও 'চলিতেছে সার্কাস' শিরোনামের ধারাবাহিক দুটি প্রচার হচ্ছে।