বিজ্ঞাপনে অনন্ত-বর্ষা, ananta jalil, barsha
আবারও বিজ্ঞাপনে কাজ করলেন জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্র নায়িকা বর্ষা। ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় দেখানো হচ্ছে এই জুটির বিজ্ঞাপন চিত্রটি।
রেড ডট মাল্টিমিডিয়ার প্রোডাকশনে গাজি শুভ্রর পরিচালনায় ইফাদ ওয়েভি চিপসের এই বিজ্ঞাপনের মডেল হয়েছেন অনন্ত জলিল, বর্ষা, দিতি ও মিশা সওদাগর। মোস্ট ওয়েলকাম ২ ছবির সেটে বিজ্ঞাপন চিত্রটির শুটিং করা হয়েছে।
এর আগে জনপ্রিয় এই অভিনেতা গ্রামীনফোন এর বিজ্ঞাপন এ অ্যাকশনধর্মী মডেল এর ভুমিকায় অভিনয় করেছিলেন।
 
Top