বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন বলিউডের অন্যতম অভিনেত্রী বিদ্যা
বালান। বেফাঁস কোথায় যেন মাহির এই নায়িকা। সম্প্রতি জানালেন, রিয়েল লাইফে
বিদ্যার বিয়েতে একটাই এফেক্ট প্রেম, প্রেম শুধু প্রেম।
তাই তো এক জনপ্রিয় চ্যানেলের অনুষ্ঠানে এসে স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের প্রতি প্রেম উজাড় করে দিলেন বিদ্যা বালান। আর শুধু উজাড় করলেন না, সঙ্গে টেনে নিয়ে আসলেন শাহরুখ খানকে। তাও আবার বেডরুম, বোর্ডরুম কিসসা!
উওম্যান ডে উপলক্ষে জনপ্রিয় এক চ্যানেলের টক শোতে সংসার, স্বামী, আর ক্র্যাশ নিয়ে কথা উঠতেই লাফিয়ে ওঠেন বিদ্যা বালান। টক শোয়ের সঞ্চালক কিছু বলার আগেই সোজাসাপটা তাকে জানিয়েদেন বিদ্যার ক্রাশ, স্বামী, সব কিছুই সিদ্ধার্থ।
তবে বিদ্যা কথায় কথায় বলে দেন, একসময় শাহরুখের প্রতি তিনি ছিলেন অনুরক্ত। কিন্তু এখন শুধুই নাকি সিদ্ধার্থ। সঞ্চালকের পরের প্রশ্নে একেবারে ছয় মারলেন বিদ্যা বালান। দম্পতির বেডরুমে টিভি রাখা নিয়ে প্রশ্ন উঠলে, বিদ্যা জানান, ‘যাদের নিজের মধ্যে লাভ কেমিস্ট্রি ফুরিয়ে গিয়েছে, তারাই এরকম বোকার মতো কাজ করে। শাহরুখ বিনোদন দিতে পারে অফ টাইমে, বিবাহিতদের বেডরুম রোম্যান্স অন্তত অফ টাইমের কার্যকলাপ নয়। আর আমার কাছে শাহরুখ বেডরুমে নয়, বোর্ডরুমেই ঠিক আছে।’
বিদ্যার এই মন্তব্যে গোটা স্টুডিও হতবাক হলেও, বিদ্যা কিন্তু অট্টহাসিতে বুঝিয়ে দেয়, তার বিবাহিত জীবনে আপাতত, কোনো ক্ষতিকারক সাইড এফেক্টসের দেখা মেলেনি।
তাই তো এক জনপ্রিয় চ্যানেলের অনুষ্ঠানে এসে স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের প্রতি প্রেম উজাড় করে দিলেন বিদ্যা বালান। আর শুধু উজাড় করলেন না, সঙ্গে টেনে নিয়ে আসলেন শাহরুখ খানকে। তাও আবার বেডরুম, বোর্ডরুম কিসসা!
উওম্যান ডে উপলক্ষে জনপ্রিয় এক চ্যানেলের টক শোতে সংসার, স্বামী, আর ক্র্যাশ নিয়ে কথা উঠতেই লাফিয়ে ওঠেন বিদ্যা বালান। টক শোয়ের সঞ্চালক কিছু বলার আগেই সোজাসাপটা তাকে জানিয়েদেন বিদ্যার ক্রাশ, স্বামী, সব কিছুই সিদ্ধার্থ।
তবে বিদ্যা কথায় কথায় বলে দেন, একসময় শাহরুখের প্রতি তিনি ছিলেন অনুরক্ত। কিন্তু এখন শুধুই নাকি সিদ্ধার্থ। সঞ্চালকের পরের প্রশ্নে একেবারে ছয় মারলেন বিদ্যা বালান। দম্পতির বেডরুমে টিভি রাখা নিয়ে প্রশ্ন উঠলে, বিদ্যা জানান, ‘যাদের নিজের মধ্যে লাভ কেমিস্ট্রি ফুরিয়ে গিয়েছে, তারাই এরকম বোকার মতো কাজ করে। শাহরুখ বিনোদন দিতে পারে অফ টাইমে, বিবাহিতদের বেডরুম রোম্যান্স অন্তত অফ টাইমের কার্যকলাপ নয়। আর আমার কাছে শাহরুখ বেডরুমে নয়, বোর্ডরুমেই ঠিক আছে।’
বিদ্যার এই মন্তব্যে গোটা স্টুডিও হতবাক হলেও, বিদ্যা কিন্তু অট্টহাসিতে বুঝিয়ে দেয়, তার বিবাহিত জীবনে আপাতত, কোনো ক্ষতিকারক সাইড এফেক্টসের দেখা মেলেনি।