২০০৮ সালে মুক্তি পেয়েছিল ভিভেক শর্মা পরিচালিত অমিতাভ বচ্চন অভিনীত ভুতনাত
সিনেমাটি। মুক্তির পর তেমন ব্যবসা করতে না পারলেও কিশোর বয়সী দর্শকের কাছে
পায় ব্যাপক গ্রহণযোগ্যতা। তবে প্রথম শিশুতোষ ‘ভুতনাত’র পর অনেকেই ভেবে
বসেছিলেন ভিভেক বোধহয় আর শিশুতোষ সিনেমা তৈরি করবেন না।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এ বছরের ১১ এপ্রিল মুক্তি পায় ‘ভুতনাত রিটার্নস’। এখানেই শেষ নয় সিনেমা মুক্তির তিন দিনের মধ্যেই বক্স অফিসে ১৮ কোটি টাকার ব্যবসা। যা ছিল সত্যি অভূতপূর্ব।
তবে এমনটা বোধয় অমিতাভ বচ্চন বলেই সম্ভব। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ভূতনাথ রিটার্নস সমালোচক থেকে দর্শক মন কেড়েছে সবার। আর তারই প্রভাব দেখা গেল সিনেমার ব্যবসাতেও। এই ছবিতে অভিতভ বচ্চনের পাশাপাশি খুদে অভিনেতা পার্থও বেশ নজর কেড়েছে।
সিনেমাটিতে হাসি আর মনোরঞ্জনের পাশাপাশি সামাজিক বার্তাও রয়েছে। মনে করা হচ্ছে নির্বাচনের ঠিক আগেই এমন একটি সিনেমারই প্রয়োজন ছিল। যা কিনা সাধারণ মানুষকে হাসতে হাসতে নেতাদের প্রকৃত রুপ দেখাতে সাহায্য করবে। ধারণা করা হচ্ছে অমিতাভ বচ্চনের এবারের কমেডিও দর্শকদের মধ্যে আলোড়নের পাশাপাশি তাদের বিবেককে জাগ্রত করতে সক্ষম হবে।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এ বছরের ১১ এপ্রিল মুক্তি পায় ‘ভুতনাত রিটার্নস’। এখানেই শেষ নয় সিনেমা মুক্তির তিন দিনের মধ্যেই বক্স অফিসে ১৮ কোটি টাকার ব্যবসা। যা ছিল সত্যি অভূতপূর্ব।
তবে এমনটা বোধয় অমিতাভ বচ্চন বলেই সম্ভব। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ভূতনাথ রিটার্নস সমালোচক থেকে দর্শক মন কেড়েছে সবার। আর তারই প্রভাব দেখা গেল সিনেমার ব্যবসাতেও। এই ছবিতে অভিতভ বচ্চনের পাশাপাশি খুদে অভিনেতা পার্থও বেশ নজর কেড়েছে।
সিনেমাটিতে হাসি আর মনোরঞ্জনের পাশাপাশি সামাজিক বার্তাও রয়েছে। মনে করা হচ্ছে নির্বাচনের ঠিক আগেই এমন একটি সিনেমারই প্রয়োজন ছিল। যা কিনা সাধারণ মানুষকে হাসতে হাসতে নেতাদের প্রকৃত রুপ দেখাতে সাহায্য করবে। ধারণা করা হচ্ছে অমিতাভ বচ্চনের এবারের কমেডিও দর্শকদের মধ্যে আলোড়নের পাশাপাশি তাদের বিবেককে জাগ্রত করতে সক্ষম হবে।