অপূর্ব, opurbo, apurbo, apurba, opurba
২০১১ সালের ১০ জুলাই নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন টিভি পর্দার জনপ্রিয় মুখ অপূর্ব। বিয়ে দু বছর পর অপূর্ব নিজেই ভক্তদের উদ্দেশ্যে জানান সুখবরটি। বাবা হতে যাচ্ছেন ছোট পর্দার প্রিয়মুখ অপূর্ব। এ প্রসঙ্গে অপূর্ব বললেন,"আমাদের ঘরে নতুন অতিথি আসছে। তার জন্য পুরো পরিবারে আনন্দ বইছে। জুন মাসেই সবাইকে সুসংবাদটি দিতে পারব। সবার কাছে দোয়া চাইছি।" নিজের এই সুখবর পাশাপাশি অপূর্ব নিজের কাজের ব্যাপারে বললেন,"আমার অভিনীত চলচ্চিত্র গ্যাংস্টার রিটার্নের কাজ শেষ হয়েছে। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। এ ছবির ফলের ওপর অনেক কিছুই নির্ভর করছে। বর্তমানে পাঁচটি চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি। ছবির গল্প পছন্দ না হলে চলচ্চিত্রে কাজ করব না। পাশাপাশি বিশেষ দিবসগুলোতে দর্শকের জন্য নাটকে অভিনয় করব।"
 
Top