উমা খান, uma khan
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী উমা খান বৈশাখে ভিন্ন রকমের গান নিয়ে হাজির হচ্ছেন। মিডিয়া প্লান্টের ব্যানারে উমা খানের ‘প্রেম’ নামের একটি অডিও অ্যালবাম এই বৈশাখে বাজারে আসছে।
মিক্সড ঘরানার এ অ্যালবামে গান রয়েছে দশটি। সব কটি গানই লিখেছেন জালাল আহমেদ। অ্যালবামে উমা খানের জন্য গানের সুর করেছেন এ প্রজন্মের তরুণ সুরকার ও সাংবাদিক তৌফিক অপু।
গানগুলো প্রসঙ্গে উমা খান বলেন, ‘বর্তমান সময়ে অডিও জগতে তরুণ প্রজন্ম বেশ দক্ষতার স্বাক্ষর রাখছে। এরা কাজের প্রতি নিষ্ঠাবান। ‘প্রিয়’ শিরোনামের গানটি তৌফিক অপু বেশ যত্ন নিয়ে সুর করেছে। আমি হুট করেই গান গেয়ে ফেলি না। আগে শুনি যাচাই বাছাই করি তারপর গান গাই। সেদিক থেকে একবার শুনেই গানের সুরটি আমার ভাল লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।
 
Top