১৫ বছর পর নতুন অ্যালবাম নিয়ে
ফিরছেন নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ডদল 'মাকসুদ ও ঢাকা'। এ ব্যান্ডটি এখন
তাদের তৃতীয় অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
জানা গেছে, ইতোমধ্যেই অ্যালবামের ৬টি গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। অচিরেই বাকি গানগুলোর রেকর্ডিং করা হবে।
এ প্রসঙ্গে ব্যান্ডের ভোকাল ও দলনেতা মাকসুদ বলেন, "এবার অ্যালবামের কাজই করছি। গানগুলোও রেকর্ডিংয়ের কাজও প্রায় শেষের দিকে। প্রায় প্রতিদিনই ব্যান্ডের সবাই মিলে গানের অনুশীলন করছি। নতুন নতুন গানও রেকর্ডিং করছি। তবে শ্রুতিমধুর গানগুলোই অ্যালবামে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে আসছে মে মাসেই অ্যালবামটি প্রকাশ হবে।"
আনটাইটেল এ অ্যালবামটির বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন মাকসুদ নিজেই। এদিকে 'মাকসুদ ও ঢাকা' ব্যান্ড এ পর্যন্ত দুটি অ্যালবাম প্রকাশ করেছে। ১৯৯৭ সালে প্রকাশ হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম 'প্রাপ্ত বয়স্কের নিষিদ্ধ' এবং ১৯৯৯ সালে বাজারে আসে তাদের সর্বশেষ অ্যালবাম 'ওগো ভালোবাসা'।
জানা গেছে, ইতোমধ্যেই অ্যালবামের ৬টি গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। অচিরেই বাকি গানগুলোর রেকর্ডিং করা হবে।
এ প্রসঙ্গে ব্যান্ডের ভোকাল ও দলনেতা মাকসুদ বলেন, "এবার অ্যালবামের কাজই করছি। গানগুলোও রেকর্ডিংয়ের কাজও প্রায় শেষের দিকে। প্রায় প্রতিদিনই ব্যান্ডের সবাই মিলে গানের অনুশীলন করছি। নতুন নতুন গানও রেকর্ডিং করছি। তবে শ্রুতিমধুর গানগুলোই অ্যালবামে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে আসছে মে মাসেই অ্যালবামটি প্রকাশ হবে।"
আনটাইটেল এ অ্যালবামটির বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন মাকসুদ নিজেই। এদিকে 'মাকসুদ ও ঢাকা' ব্যান্ড এ পর্যন্ত দুটি অ্যালবাম প্রকাশ করেছে। ১৯৯৭ সালে প্রকাশ হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম 'প্রাপ্ত বয়স্কের নিষিদ্ধ' এবং ১৯৯৯ সালে বাজারে আসে তাদের সর্বশেষ অ্যালবাম 'ওগো ভালোবাসা'।