হাজারো নয়, লাখো পুরুষের হৃদয়ের
রানী তিনি। রূপ, ব্যক্তিত্ব, প্রতিভা সবমিলিয়ে বিধাতার এক অনন্য সৃষ্টি
যেন। আর কেউ নন, সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। পর্দায় তাঁকে
সর্বদা গ্ল্যামারাস রূপেই দেখে অভ্যস্ত ভক্ত দর্শকের দল।
কিন্তু আসলে কেমন তিনি? ব্যক্তিগত জীবনে কেমন এই পর্দা কাঁপানো সুন্দরী?
প্রশ্ন জাগতেই পারে। তবে তার আগে মনে অবশ্যই রাখতে হবে যে নায়ক-নায়িকারাও দিনশেষে আমাদের মতই মানুষ। তাঁদেরও একটি একান্ত জীবন আছে, যে জীবনে তাঁরাও সাদামাটা কেউ। প্রচ্ছদের ছবিটি দেখুন, স্বামী অভিষেক ও কন্যা আরাধ্যের সাথে ঐশ্বরিয়া রাই। মনে হচ্ছে না একজন সাধারণ মা?
আর এই ছবিটি দেখুন। ঐশ্বরিয়ায় বিয়ের সময়ের ছবি এটি, মেহেদি ও সংগীত
অনুষ্ঠানের। বলিউড মানেই কড়া সাজ আর গ্ল্যামার, কিন্তু এই ছবিগুলো দেখে কে
বলবে যে এত নামী নায়িকার বিয়ে? অল্প মেকআপের চেহারা, সাধারণ ফুলের গহনাতেই
কী সুন্দর দেখাচ্ছে তাঁকে। বিশ্বসুন্দরী বলে কথা! কি চমৎকার, স্নিগ্ধ
ঐশ্বরিয়া রাই। ঠিক যেন পাশের বাড়ির মেয়েটি।
কিন্তু আসলে কেমন তিনি? ব্যক্তিগত জীবনে কেমন এই পর্দা কাঁপানো সুন্দরী?
প্রশ্ন জাগতেই পারে। তবে তার আগে মনে অবশ্যই রাখতে হবে যে নায়ক-নায়িকারাও দিনশেষে আমাদের মতই মানুষ। তাঁদেরও একটি একান্ত জীবন আছে, যে জীবনে তাঁরাও সাদামাটা কেউ। প্রচ্ছদের ছবিটি দেখুন, স্বামী অভিষেক ও কন্যা আরাধ্যের সাথে ঐশ্বরিয়া রাই। মনে হচ্ছে না একজন সাধারণ মা?