‘তিতা মিঠা মধুচন্দ্রিমা’ খন্ড নাটকটি রচনা করেন মাতিয়া বানু শুকু। নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।
মোশাররফ করিম ও শায়না আমিন বিয়ে করেছেন। গিয়েছেন মধুচন্দ্রিমায়। সেই মধুচন্দ্রিমার নানা ভালো-মন্দ বিষয় নিয়ে তৈরি করা হয়েছ ‘তিতা মিঠা মধুচন্দ্রিমা’ খন্ড নাটকটি, এ সম্পর্কে শায়না আমিন বলেন, ‘ এ নাটকে আমাদের নবদম্পতি রুপে অভিনয় করতে দেখা যাবে।
এর আগে মোশাররফ ভাইয়ের সঙ্গে একটি মাত্র নাটকেই কাজ করেছি। তার সঙ্গে কাজ করতে অনেক ভালোলাগে। এটি খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।
মোশাররফ করিম ও শায়না আমিন বিয়ে করেছেন। গিয়েছেন মধুচন্দ্রিমায়। সেই মধুচন্দ্রিমার নানা ভালো-মন্দ বিষয় নিয়ে তৈরি করা হয়েছ ‘তিতা মিঠা মধুচন্দ্রিমা’ খন্ড নাটকটি, এ সম্পর্কে শায়না আমিন বলেন, ‘ এ নাটকে আমাদের নবদম্পতি রুপে অভিনয় করতে দেখা যাবে।
এর আগে মোশাররফ ভাইয়ের সঙ্গে একটি মাত্র নাটকেই কাজ করেছি। তার সঙ্গে কাজ করতে অনেক ভালোলাগে। এটি খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।