‘কুইন’ ছবির সাফল্যের ভেলায় পাড়ি
জমিয়ে এবার নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত।
সম্প্রতি সুজয় ঘোষের নতুন ছবিতে কাজ করার ব্যপারে কথা হয়েছে কঙ্গণার। তখনই
কঙ্গণার পারিশ্রমিক বাড়ানোর ব্যপারটি জানাজানি হয়েছে।
তবে কঙ্গনা ঠিক কী পরিমাণ অর্থ দাবি করেছেন তার সঠিক পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে- কঙ্গনার দাবি করা পারিশ্রমিকের পরিমাণ সাড়ে তিন থেকে চার কোটি রুপির মাঝামাঝি হতে পারে।
এ ব্যপারে কঙ্গনা অবশ্য কোনো ধরনের মন্তব্য করতে চাননি।
‘কুইন’ ছবির সাফল্যে কঙ্গণার অভিনয় ক্যারিয়ারেও এক বিশেষ মাত্রা যোগ করেছে-এটা অস্বীকার করার উপায় নেই। ছবিটিতে অভিনয় করে কঙ্গণা পেয়েছেন সহশিল্পী-অগ্রজদের প্রশংসাও।
কঙ্গণাও যে বলিউডের নির্ভরযোগ্য তারকাদের একজন, সেটাই প্রমাণ করে দেখিয়েছেন ভিকাশ বহল পরিচালিত ‘কুইন’ ছবির মাধ্যমে। ছবিটি মুক্তি পায় ৭ মার্চ।
সূত্র: মিড ডে
তবে কঙ্গনা ঠিক কী পরিমাণ অর্থ দাবি করেছেন তার সঠিক পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে- কঙ্গনার দাবি করা পারিশ্রমিকের পরিমাণ সাড়ে তিন থেকে চার কোটি রুপির মাঝামাঝি হতে পারে।
এ ব্যপারে কঙ্গনা অবশ্য কোনো ধরনের মন্তব্য করতে চাননি।
‘কুইন’ ছবির সাফল্যে কঙ্গণার অভিনয় ক্যারিয়ারেও এক বিশেষ মাত্রা যোগ করেছে-এটা অস্বীকার করার উপায় নেই। ছবিটিতে অভিনয় করে কঙ্গণা পেয়েছেন সহশিল্পী-অগ্রজদের প্রশংসাও।
কঙ্গণাও যে বলিউডের নির্ভরযোগ্য তারকাদের একজন, সেটাই প্রমাণ করে দেখিয়েছেন ভিকাশ বহল পরিচালিত ‘কুইন’ ছবির মাধ্যমে। ছবিটি মুক্তি পায় ৭ মার্চ।
সূত্র: মিড ডে