১৯৮৪ সালে শুভ্রদেবের প্রথম একক অ্যালবাম 'হ্যামিলনের বাঁশিওয়ালা' প্রকাশিত হয়।
প্রথম অ্যালবামটি দিয়েই পান ব্যাপক জনপ্রিয়তা। এরপর আর বসে থাকতে হয়নি এই
কণ্ঠশিল্পীকে। একের পর এক উপহার দিয়ে গেছেন নতুন নতুন গান। আর সর্বশেষ ২০১০
সালে এটিএন মিউজিকের ব্যানারে বাজারে আসে তার ২৫তম একক অ্যালবাম 'দিও না
পরানে যাতনা'।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্রদেব তার ক্যারিয়ারের ২৬তম একক অ্যালবাম আগামী মাসেই প্রকাশ করতে যাচ্ছেন। সঙ্গীত ক্যারিয়ারের ৩০ বছর উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করবেন তিনি। তাই অ্যালবামটি নিয়ে একটু বেশিই আনন্দিত শুভ্রদেব।
তিনি জানান, বেশ জমকালো আয়োজনের মধ্যদিয়ে ক্যারিয়ারের ৩০ বছর উদ্যাপনের পাশাপাশি এ অ্যালবামটি প্রকাশ করবেন। শুভ্রদেব বলেন, "একসঙ্গে চারটি অ্যালবামের কাজ করছি। এরমধ্যে মৌলিক গানের অ্যালবামটির কাজ প্রায় শেষের দিকে। যা আগামী মাসেই প্রকাশ করব। এটি আমার ক্যারিয়ারের ২৬তম একক অ্যালবাম। তার ওপর এ বছরই আমার সঙ্গীত জীবনের ৩০ বছর পূর্ণ হতে যাচ্ছে। সবমিলে এবারের আয়োজনটি বেশ জমকালোই হবে।"
এদিকে, শুভ্রদেবের অন্য তিন অ্যালবামের মধ্যে একটি হচ্ছে কিশোর কুমারের গান নিয়ে পূর্ণাঙ্গ একক অ্যালবাম। এছাড়া পুরনো গানগুলো নিয়ে আরো দুটি অ্যালবাম প্রকাশ করবেন তিনি।
জানা গেছে, কিশোর কুমারের অ্যালবামটি চলতি বছরের শেষ নাগাদ বাজারে আনবেন শুভ্রদেব। এ অ্যালবামের কাজও প্রায় শেষের দিকে। তবে অ্যালবামটির বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তিনি।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্রদেব তার ক্যারিয়ারের ২৬তম একক অ্যালবাম আগামী মাসেই প্রকাশ করতে যাচ্ছেন। সঙ্গীত ক্যারিয়ারের ৩০ বছর উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করবেন তিনি। তাই অ্যালবামটি নিয়ে একটু বেশিই আনন্দিত শুভ্রদেব।
তিনি জানান, বেশ জমকালো আয়োজনের মধ্যদিয়ে ক্যারিয়ারের ৩০ বছর উদ্যাপনের পাশাপাশি এ অ্যালবামটি প্রকাশ করবেন। শুভ্রদেব বলেন, "একসঙ্গে চারটি অ্যালবামের কাজ করছি। এরমধ্যে মৌলিক গানের অ্যালবামটির কাজ প্রায় শেষের দিকে। যা আগামী মাসেই প্রকাশ করব। এটি আমার ক্যারিয়ারের ২৬তম একক অ্যালবাম। তার ওপর এ বছরই আমার সঙ্গীত জীবনের ৩০ বছর পূর্ণ হতে যাচ্ছে। সবমিলে এবারের আয়োজনটি বেশ জমকালোই হবে।"
এদিকে, শুভ্রদেবের অন্য তিন অ্যালবামের মধ্যে একটি হচ্ছে কিশোর কুমারের গান নিয়ে পূর্ণাঙ্গ একক অ্যালবাম। এছাড়া পুরনো গানগুলো নিয়ে আরো দুটি অ্যালবাম প্রকাশ করবেন তিনি।
জানা গেছে, কিশোর কুমারের অ্যালবামটি চলতি বছরের শেষ নাগাদ বাজারে আনবেন শুভ্রদেব। এ অ্যালবামের কাজও প্রায় শেষের দিকে। তবে অ্যালবামটির বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তিনি।